নিজস্ব প্রতিবেদন: অল্পের জন্য রক্ষা। পুকুরে স্নান করতে গিয়ে বড়সড় কুমিরের সামনে পড়ে গেলেন পাথরপ্রতিমার এক দম্পতি। কোনওক্রমে পালিয়ে বাঁচলেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের কইমুড়ি গ্রামের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মেয়ের গৃহশিক্ষকের সঙ্গে সম্পর্ক, স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন গৃহবধূর


বৃহস্পতিবার বাড়ির পাশের পুকুরে স্নান করতে যান অনিমেষ মন্ডল ও তাঁর স্ত্রী শ্রাবন্তী মন্ডল। পুকুরে নেমে দেখতে পান সামনেই ভাসছে কুমিরের মতো কিছু একটা। তাদের তিত্কারে জড়ো হয়ে যায় পাড়ার লোকজন।



পুকুরে ভাসতে থাকা জীবটিকে প্রথমে গোসাপ বলে মনে করেন এলাকার মানুষজন। কারণ ওই অঞ্চলে গোসাপের আকার অনেকটাই বড় হয় এবার তা দেখতে অনেকটাই কুমিরের মতো। পরে দেখা যায় সেটি গোসাপ নয় বরং ফুট সাতেক লম্বা একটা কুমির।


কিছুক্ষণের মধ্যেই কুমির ধরতে নেমে পড়েন এলাকার লোকজন। খবর দেওয়া হয় রামগঙ্গা রেঞ্জ অফিসেও।


আরও পড়ুন-কাঞ্চিপুরমের মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ৪


রাত নটা নাগাদ রামগঙ্গা রেঞ্জের লোকজন এসে কুমির ধরার কাজে লেগে পড়ে। জেনারেটার জ্বেলে শুরু হয় কুমির ধরার কাজ। বহু চেষ্টার পর জালে ধরা পড়ে সেটি। বাঁশ ও বস্তার সঙ্গে জড়িয়ে সেটিকে নিয়ে যান বন দফতরের কর্মীরা। জানা যাচ্ছে সেটিকে ছেড়ে দেওয়া হবে ভাগবতপুরে।