নিজস্ব প্রতিবেদন : লোকালয়ের মধ্যে ঢুকে পড়ল কুমির। খালের জলে কুমির ভাসতে দেখেই হুলুস্থুলু পড়ে গেল এলাকায়। আতঙ্কিত হয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, এদিন সকালে বাসন্তীর ঝাড়খালি গ্রাম পঞ্চায়েতের কানমারি মিনি মার্কেটের কাছে একটি খালে কুমির ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। লম্বায় কুমিরটি প্রায় ৭ ফুট। খালের জলে কুমির রয়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বন দফতরে।


খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন বন দফতরের মাতলা রেঞ্জের অন্তর্গত ঝাড়খালি বিট অফিসের কর্মীরা। খালের জলে জাল ফেলে ধরা হয় ৭ ফিট দীর্ঘ কুমিরটিকে। উদ্ধারের পরই কুমির দেখতে ভিড় জমে যায় এলাকায়। অনেকেই কুমিরটির ছবি তুলে রাখে।


আরও পড়ুন, লালগড়ে রয়্যাল বেঙ্গল, সবচেয়ে দীর্ঘ পথ পেরল বাঘ


প্রাথমিকভাবে অনুমান, হেড়োভাঙা নদী থেকেই আসে কুমিরটি। বন দফতর সূত্রে জানা গেছে, কুমিরটিকে সুন্দরবনের খাঁড়িতে ছেড়ে দিয়ে আসা হবে।