নিজস্ব প্রতিবেদন: বর্ষবরণের আগে খাস কলকাতায় উদ্ধার কোটি কোটি টাকার মাদক। ঘটনায় উত্তর পূর্বের এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিস। ২৫ ডিসেম্বর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আনন্দপুর থানা এলাকার চৌবাগা ক্যানেল সাইড রোড থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কোটি টাকার হেরোয়িন এবং পৌনে তিন কোটি টাকার ইয়াবা। জানা গিয়েছে, এই মাদক কলকাতার পার্টিগুলিতে ব্যবহার করা হতো, নাকি অন্য কোনও শহরে এই মাদক পাঠানো হচ্ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিস। আরও কেউ জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও একাধিক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিস। 


আরও পড়ুন: ফেসবুকে মহিলাদের নামে অ্যাকাউন্ট খুলে লক্ষাধিক টাকা প্রতারণা, দমদম থেকে আটক যুবক