নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত হয়ে শুক্রবার মৃত্যু হয় পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান পুরপ্রশাসক স্বপন ঘোষের। এদিন দুপুরে হাসপাতাল থেকে  স্বপন ঘোষের দেহ নিয়ে যাওয়া হয় পানিহাটি পুরসভায়। তারপর তাঁর নিজের বাড়ি হয়ে পানিহাটির রাস্তায় শোকমিছিল করা হয়। এটা নিয়েই পানিহাটি জুড়ে চাপানউতর তৈরি হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সরকারি নির্দেশিকায় আছে সংক্রমণ এড়াতে করোনায় মৃত্যু কোনও ব্যক্তির মরদেহ জনসমক্ষে আনা যাবে না কিংবা বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। এলাকার মানুষের অভিযোগ, সরকারি প্রোটোকল ভেঙে  করোনায় মৃত এক ব্যক্তির মরদেহ নিয়ে জমায়েত এবং শোকমিছিল করা হয়েছে। পুলিস কীভাবে এই ক্ষেত্রে ছাড়পত্র দিল তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ। এই ঘটনায় পানিহাটির সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।


এমনিতেই উত্তর ২৪ পরগনায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। এলাকাবাসীর আশঙ্কা স্বপন ঘোষের মরদেহ নিয়ে শয়ে শয়ে মানুষের জমায়েত এবং শোকমিছিলে এলাকা জুড়ে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।


আরও পড়ুন, 'স্পর্শ- প্রয়োজনে প্রিয়জন', বাড়িতে থাকা করোনা আক্রান্তদের জন্য অনলাইন চিকিৎসা পরিষেবা