নিজস্ব প্রতিবেদন : বিরিয়ানি খেয়ে দাম মেটাতে না পারায় জামা প্যান্ট খুলে নেওয়া হল যুবকের। ঘটনাটি ঘটেছে হুগলীর পাণ্ডুয়াতে পাণ্ডুয়া- কালনা রোডের উপর অবস্থিত একটি দোকানে। চোখের সামনে এমন অপমানজনক দৃশ্য দেখে স্থানীয়  ব্যবসায়ীরা ওই যুবকের পাশে দাঁড়ান। তাঁরাই চাঁদা তুলে টাকা মেটান। টাকা মেটানোর পর যুবক তাঁর জামা-প্যান্ট ফেরত পান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, সৈকত ও রোহিতের শরীরে 'বেঁচে রইলেন' সুমিতা


পাণ্ডুয়া- কালনা রোডের মুখেই মহম্মদ  মুস্তাফার বিরিয়ানির দোকান। শুক্রবার সন্ধেয় মুস্তাফার দোকানে আসে এক অজ্ঞাত পরিচয় যুবক।  এক প্লেট , দু প্লেট, তিন প্লেট বিরিয়ানি খেয়ে ফেলে যুবক। তিন প্লেট বিরিয়ানির বিল হয় ২১০ টাকা। বিল দেওয়ার পরই যুবক পকেট হাতড়ে জানায় তাঁর কাছে টাকা নেই।


আরও পড়ুন, গাছে মিলল কনট্রাক্টরের ঝুলন্ত দেহ, উদ্ধার মদের বোতল-গ্লাস


পাল্টা দোকানদারও জানিয়ে দেয়, টাকা না দিলে ছাড়া হবে না। এরপর ওই যুবকের জামা-প্যান্ট খুলে নেওয়া হয়। ঘটনা দেখে যুবকের পাশে দাঁড়ান স্থানীয় ব্যবসায়ীরা। বিরিয়ানির বিল তাঁরাই মিটিয়ে দেন। বিরিয়ানির বিল মেটানোর পর জামা প্যান্ট ফেরত দেওয়া হয় খদ্দেরকে। গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে এলাকায়।