মনোজ মণ্ডল: ছেলের বউভাতের দিনই মানসম্মান মাটি হয়ে গেল পঞ্চায়েত প্রধানের মানসম্মান। সবাই যখন বিয়ে নিয়ে ঙইচইয়ে মত্ত সেই বউভাতের দিনই দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েত প্রধান উমা দাসের বিরুদ্ধে কাটমানি খাওয়ার পোস্টার। তাঁর বাড়ির কাছাকাছি এলাকায় চেয়ে গেল একাধিক পোস্টার। এনিয়ে অপমানের পাশাপাশি চরম ক্ষুব্ধ পঞ্চায়েত প্রধান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'বিশ্বের সেরা ফুটবলারকে ছোট করতে পারেন না'! 


প্রধান উমা দাসের দাবি, একেবারে পরিকল্পনা মাফিক ওই সব পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে লেখা হয়েছে দুর্নীতিতে জড়িত পঞ্চায়েত প্রধান। টাকা খেয়ে নিজে মোজাইক করা পাকা বাড়ি করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার পাশাপাশি টাকা খেয়েছেন একশো দিনের টাকাও। প্রধান ও তাঁর স্বামী নিলুপদ দাসের অভিযোগ, গোষ্ঠী কোন্দলের পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার জন্য এসব পোস্টার দেওয়া হয়েছে। 


এদিকে, ওই পোস্টার নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক তরুণ কান্তি ঘোষের দাবি, বহু অভিযোগ এমন রয়েছে, যাদের মার্বেল বসানো পাকা বাড়ি রয়েছে তাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নেওয়া হয়েছে। সেখান থেকে কমিশন নেওয়া হয়েছে। এরকম যারা টাকা পেয়েছে তার একটা ইটও গাঁথেনি। এই পঞ্চায়েত প্রধান, তার স্বামী ভুয়ো বিল দিয়ে টাকা তুলে তাদিয়ে বাজার করছেন। সেই কথাই এলাকার মানুষে পোস্টার হিসেবে লিখেছে। যে প্রধানের কোনও আয় নেই তার এতবড় বাড়ি হল কী করে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)