নিজস্ব প্রতিবেদন : ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'ফণি'। কতটা ভয়ঙ্কর হবে তার তাণ্ডব? আতঙ্কে প্রমাদ গুনছে সবাই। শুক্রবার ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর রাজ্যের উপর দিয়ে বয়ে যাবে 'ফণি'। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দুদিন ধরে রাজ্যে ঝড়বৃষ্টির দাপট চলবে বলে পূর্বাভাস। দুর্যোগের সময় নিরাপদে থাকতে কী  করবেন আর কী করবেন না, জেনে নিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঘূর্ণিঝড়ের আগে
- গুজবে কান দেবেন না, শান্ত থাকুন। অযথা আতঙ্কিত হবেন না।


- মোবাইলের ফোনের ব্যাটারি ফুল চার্জ করে রাখুন। যাতে যোগাযোগে কোনও বিঘ্ন না ঘটে। ব্যাটারি খরচ কমাতে এসএমএস করুন।


- আপনার দরকারি নথি (ভোটার কার্ড, আধার, প্যান, মার্কশিট, অ্যাডমিট প্রভৃতি) প্লাস্টিকে পুরে নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।


- খাবার, জল, ওষুধ, দরকারি জিনিসপত্র হাতের কাছে রাখুন।


- বাড়ির উঁচু জায়গায় কোনও ভারী বা ধাতব জিনিস থাকলে সরিয়ে ফেলুন।


- গবাদি পশুকে সুরক্ষা নিশ্চিত করুন।


- মত্স্যজীবীরা নৌকা নিরাপদ স্থানে শক্ত করে বেঁধে রাখুন। আরও পড়ুন, ধেয়ে আসছে 'ফণি', কাল থেকে সরকারি সব স্কুলে ছুটি ঘোষণা নবান্নের


ঘূর্ণিঝড়ের সময় ও পরে
- ফ্রিজ, টিভি, কম্পিউটার, গ্যাসের লাইন, সমস্তরকম চার্জিং প্রভৃতি বন্ধ রাখুন।


- বাড়ির মেইন সুইচটি বন্ধ করে দিন।


- দরজা, জানলা ভালোভাবে বন্ধ করে রাখুন।


- কাঁচাবাড়ি হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন।


- দুর্যোগের পর জল ফুটিয়ে খান।


- যাদের বাড়িতে ইলেকট্রিক পিউরিফায়ার রয়েছে, তাঁরা অন্তত দিন তিনেকের জন্য পানীয় জল মজুত করে রাখুন।


- সরকারি সতর্কবার্তায় নজর রাখুন।


- বৃষ্টি থেকে বাঁচতে কোনও পরিত্যক্ত বাড়ির ভিতর বা পুরনো বাড়ির বারান্দার নীচে আশ্রয় নেবেন না।


- রাস্তায় চলার সময় বিদ্যুতের খুঁটি, তার, হোর্ডিং দেখে চলুন।


- রাস্তায় চলার সময় মোবাইল ফোনে কথা বলবেন না। আরও পড়ুন,'ফণি'র দুর্যোগের মধ্যে আত্মীয়দের খবর নিতে হেল্পলাইন চালু করল BSNL ও রেল