নিজস্ব প্রতিবেদন : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি। সেই কারণে চূড়ান্ত সর্তকতা জারি হল পশ্চিম মেদিনীপুর জেলায়। ১০টি ব্লকে ক্ষতির আশঙ্কা রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ইতিমধ্যেই নবান্নের নির্দেশে জেলা প্রশাসনের তরফে নারায়ণগড়ে মোতায়েন করা হয়েছে ৩০ সদস্যের এনডিআরএফ-এর দল। পাশাপাশি সিভিল ডিফেন্সের টিমকে খড়গপুর ও মোহনপুর দুই জায়গায় রাখা হয়েছে। বৃহস্পতিবারই নবান্নের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলাশাসক পি মোহন গান্ধী। এর আগে বুধবার সমস্ত দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক।


জেনে নিন, 'ফণি'র দুর্যোগের মধ্যে আত্মীয়দের খবর নিতে হেল্পলাইন চালু করল BSNL ও রেল


ফণির দাপটে বিপর্যস্ত হওয়ার আশঙ্কায় ইতিমধ্যেই জেলার বন্যাত্রাণ কেন্দ্রগুলিকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। কাঁচাবাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় সেই সমস্ত বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ক্যাম্পে। অন্যদিকে ইতিমধ্যেই বিভিন্ন পার্ক দু' দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বনদফতর। ঝড়ে ক্ষতির আশঙ্কায়, চাষিরা মাঠ থেকে কাঁচা ফসলই কেটে ঘরে তুলছে। আরও পড়ুন, ধেয়ে আসছে 'ফণি', কাল থেকে সরকারি সব স্কুলে ছুটি ঘোষণা নবান্নের