নিজস্ব প্রতিবেদন: ফণির তাণ্ডবে রাজ্যে মৃত ১। প্রবল ঝড়বৃষ্টির সময় বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মৃতের নাম অশোক পাশযান। জানা গিয়েছে, ফণির দাপটে রাতে ভারী বৃষ্টি নামে কালনায়। প্রবল ঝড়ও হয়। সেই দুর্যোগের সময়ই ঘটে ঘটনাটি। ঝড়বৃষ্টির সময় ছিঁড়ে পড়ে তার। পড়ে থাকা সেই তারেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অশোক পাশযান নামে ওই ব্যক্তির। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


আরও পড়ুন,ফণির ছোবল থেকে কেন রক্ষা কলকাতার? আবহাওয়া দফতর জানাল ৪ কারণ


অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার  ঢোলাহাটের নীলের হাট সর্দার পাড়া এলাকায় ঘরের দেওয়াল ভেঙে পড়ে আহত হয়েছেন স্বামী, স্ত্রী। পাকা দেওয়াল ও টালির চালের ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন সনজিত্ সর্দার ও লতা সর্দার। হঠাৎ করেই টালির চাল সহ দেওয়াল তাঁদের গায়ের উপর ভেঙে পড়ে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দম্পতি।