নিজস্ব প্রতিবেদন: ফণির জেরে বিপর্যস্ত শিয়ালদা - বনগাঁ শাখার ট্রেন চলাচল। শুক্রবার রাতের পর শনিবার সকালেও বাতিল হয় বেশ কয়েকটি ট্রেন। ডাউন ট্রেন না যাওয়ায় বাতিল করা হয় বেশ কয়েকটি আপ ট্রেন। যার জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফণির জেরে শুক্রবার সন্ধ্যায় শিয়ালদহ - হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল। একের পর এক ট্রেন বাতিল হতে থাকায় বারাসত স্টেশনে অবরোধে বসেন যাত্রীরা। যার জেরে বন্ধ হয়ে যায় বনগাঁ শাখার ট্রেনও। 


 



রাত পর্যন্ত স্বাভাবিক হয়নি শিয়ালদা - বনগাঁ শাখার ট্রেন চলাচল। শনিবার সকালেও তার প্রভাব পড়ে ট্রেন চলাচলে। সকালে বাতিল হয় একাধিক আপ ট্রেন। যার জেরে বিপদে পড়েন যাত্রীরা। দুর্যোগের মধ্যেই স্টেশনে অপেক্ষা করতে দেখা যায় তাদের। 


শনিবার আবহাওয়ার উন্নতির সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।