Bengal Weather Update: প্রায় ১০০ কিমি গতিতে ধেয়ে আসছে ফেনজাল! কখন ল্যান্ডফল? কোথায়? আগামীকাল কি বৃষ্টি?
Bengal Winter Update: আগামীকাল বৃষ্টির সম্ভাবনা চার জেলায়। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
অয়ন ঘোষাল: শনিবারের বিকেলের আবহাওয়ার আপডেট দিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। জানিয়ে দিলেন, কতটা শীত পড়বে? কবে ল্যান্ডফল? কোথায়?
আরও পড়ুন: Deadly Bus Accident: ভয়াবহ! ব্রিজ থেকে বাস সোজা গিয়ে পড়ল নদীতে; কান্না, হাহাকার, মৃত্যু...
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ। শনিবার বৃষ্টির পূর্বাভাস দশ জেলায়। চার জেলায় বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলার বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ উপকূল-সংলগ্ন জেলাতেও দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায়। মেঘলা আকাশের সম্ভাবনা উপকূল-সংলগ্ন জেলাগুলিতে।
আগামীকাল বৃষ্টির সম্ভাবনা চার জেলায়। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি জেলার দু-এক জায়গায়। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।
আপাতত শীতের আমেজে কিছুটা বাধা। বেশ কিছুটা বাড়লো তাপমাত্রা। আজ কলকাতায় স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি বেশি। তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে পশ্চিমের জেলাগুলিতে ও। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বাড়ল রাতের তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিন দু-এক ডিগ্রি তাপমাত্রায় হেরফের হতে পারে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারা পতন একটু বেশি হতে পারে শীতের আবার স্পেল নতুন করে।
সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা বেশি।
আরও পড়ুন: Fire At Varanasi: ভয়ংকর! দাউ দাউ আগুন মন্দিরনগরী বারাণসীতে! পুড়ল একের পর এক...
ধীর গতিতে উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের নাম ফেনজাল। এই নাম দিয়েছে সৌদি আরব। বিকেল থেকে সন্ধের দিকে ল্যান্ডফল। তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি অবস্থান। ল্যান্ডফলের সময় প্রতি ঘণ্টায় গতিবেগ সর্বোচ্চ নব্বই কিলোমিটার। তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলের মাঝে মহাবলীপুরমের কাছাকাছি এটি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা।