নিজস্ব প্রতিবেদন:  ঘূর্ণীঝড় ইয়াসের (Cyclone Yaas) প্রভাব পড়ল রেলে। ২৪ মে এবং ২৯ মে প্রায় ২৫ টি ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে। একটি বিবৃতি পেশ করে এই তথ্য প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে বাতিল ট্রেনের তালিকাও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মৌসম ভবনের (IMD) তরফে জানান হয়েছে বঙ্গোপসাগরের পূর্বমধ্যভাগে নিম্মচাপ রয়েছে।  ২৪ মে সকাল থেকেই ঘূর্ণিঝড়ের আকার নেবে ইয়াস। আগামী ২৪ ঘন্টায় অতি তীব্র রূপ ধারণ করবে এই সাইক্লোন। মঙ্গলবার থেকে এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে৷ বুধবার সেই দাপট আরও বাড়বে।


বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ২৪ মে থেকে বেশিরভাগ ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার পূর্ব রেলওয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 



আরও পড়ুন,  Cyclone Yaas: দাপট বাড়ছে নিম্মচাপের, বাংলার ৪ জেলায় জারি চূড়ান্ত সতর্কতা


কোন কোন ট্রেন বাতিল দেখে নিন তালিকা...


ধানবাদ-রাঁচি এক্সপ্রেস স্পেশাল (২৩ মে থেকে বাতিল)


ধানবাদ-গয়া এক্সপ্রেস স্পেশাল (২৩ মে থেকে বাতিল)


ধানবাদ-হাওড়া এক্সপ্রেস স্পেশাল (২৩ মে থেকে বাতিল)


দেওঘর-রাঁচি এক্সপ্রেস স্পেশাল (২৪ মে থেকে বাতিল)


গয়া-ধানবাদ এক্সপ্রেস স্পেশাল (২৩ মে থেকে বাতিল)


রাঁচি-দেওঘর এক্সপ্রেস স্পেশাল (২৩ মে থেকে বাতিল)


রাঁচি-ধানবাদ এক্সপ্রেস স্পেশাল (২৪ মে থেকে বাতিল)


হাওড়া-ধানবাদ এক্সপ্রেস স্পেশাল (২৪ মে থেকে বাতিল)


জয়নগর-ভাগলপুর এক্সপ্রেস স্পেশাল (২৪ মে থেকে বাতিল)


মুজফ্ফরপুর-হাওড়া এক্সপ্রেস স্পেশাল (২৫ মে থেকে বাতিল)


ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস স্পেশাল (২৫ মে থেকে বাতিল)


হাওড়া-মুজফ্ফরপুর এক্সপ্রেস স্পেশাল (২৬ মে থেকে বাতিল)


পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই সব ট্রেন বন্ধ থাকবে বলেই জানিয়েছে রেল। এমনকী ইয়াসের মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বৈঠকও করেছেন।