নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ইয়াস চলে গিয়েছে প্রায় ১২ দিন হল। কিন্তু জলের আতঙ্ক এখনও পিছু ছাড়েনি গোসাবা(Gosaba) ব্লকের কুমিরমারি, দয়াপুর, সাতজেলিয়া, মোল্লাখালি-সহ বিস্তীর্ণ এলাকায়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসের চিহ্ন। তার উপরে রোজ রাতেই শোনা যাচ্ছে বাঘের গর্জন। ফলে দিন-রাতে আতঙ্কে এলাকার মানুষজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'কোনওমতে প্রাণে বাঁচলাম', ভবানীপুরে Madan Mitra-র বাড়িতে আগুন


অধিকাংশ জায়গায় জল এখনও নামেনি। মাঠঘাট ওখনও জলে ঢুবে রয়েছে, কোনও কোনও এলাকায় গ্রামের মধ্যে এখনও জমে রয়েছে জল। কোনওরকমে জেগে রয়েছে বাড়িঘর। বহু বাড়িতে এখনও রান্না হচ্ছে না। অধিকাংশই নির্ভর করে রয়েছেন ত্রাণ শিবিরের(Relief Camp) খাবারের উপরেই।


আরও পড়ুন-'বুথের দরজা ও ব্ল্যাকবোর্ডে গুলিরই চিহ্ন', শীতলকুচিকাণ্ডে CID-কে জানাল ফরেনসিক টিম  



এলাকার বহু মানুষেরই ঘরবাড়ি ভেঙে গিয়েছে। যাদের ঘরবাড়ি এখনও দাঁড়িয়ে রয়েছে সেগুলিও বসবাসের উপযুক্ত এখনও হয়নি। অনেকেই খোলা আকাশের নীচে তাঁবু খাটিয়ে রাত কাটাচ্ছেন। কবে জনজীবন স্বাভাবিক হবে তা কেউই জানেন না।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)