নিজস্ব প্রতিবেদন: বিনোদন জগতের ব্যক্তিদের উপস্থিতিতে এবার জমজমাট দার্জিলিং হিল ম্যারাথন। রবিবার জনপ্রিয় ওই মারাথন দেখতে ম্যালে জড়ো হন ৪ হাজারেরও বেশি মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দশ কিলোমিটার ও  একুশ কিলোমিটার বিভাগের ওই ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা এসেছিলেন বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে।



ম্যারাথনের প্রধান আকর্ষণ ছিলেন অভিনেতা মিলিন্দ সোমন ও তাঁর স্ত্রী অঙ্কিতা এবং সোমনের মা। এরা সবাই ম্যারাথনে অংশ নেন।


ম্যারাথন উপলক্ষ্যে একটি লাইভ কনসার্টেরও আয়োজন করা হয়েছিল।  হিন্দি, নেপালিতে গান গেয়ে দর্শকদের মাতিয়ে দেন কৈলাশ খের।



এদিন কৈলাশ খের বলেন, শিবের এই ভূমিতে অনুষ্ঠান করতে পেরে গর্ব বোধ হচ্ছে। মানুষের উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। চারদিকে এত স্বচ্ছ পরিবেশ দেখে ভালো লাগছে।


উল্লেখ্য, প্রতিবছর নভেম্বর মাসে দার্জিলিংয়ে অনুষ্ঠিত হয় দার্জিলিং হিল ম্যারাথন। এর আয়োজন করে দার্জিলিং পুলিস। এবার এই ম্যারাথনে অংশ নিয়েছিলেন শিশু ও শারীরিক প্রতিবন্ধীরাও।