দেওঘরে দুর্ঘটনার পর দার্জিলিং রোপওয়ে নিয়ে `বিশেষ` সতর্কতা
বছরে দু’বার দার্জিলিং রোপওয়ের সংস্কার করা হয়। ২০ শতাংশ শতাংশ কর্মী প্রশিক্ষিত।
নিজস্ব প্রতিবেদন : দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার জের। দার্জিলিং রোপওয়ের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল পুলিস। দার্জিলিং রোপওয়ে অনেক নিরাপদ বলেই আশ্বাস দিল রোপওয়ের দায়িত্বে থাকা সংস্থা।
ক’দিন আগেই দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এবার দার্জিলিং রোপওয়ের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল পুলিস। রোপওয়ে ইনচার্জ জাকির হোসেনের সঙ্গে কথা বলে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাজনিত খুটিনাটি জেনে নেন পুলিসকর্মীরা। ইনচার্জ তাঁদের জানান, বছরে দু’বার দার্জিলিং রোপওয়ের সংস্কার করা হয়। ২০ শতাংশ শতাংশ কর্মী প্রশিক্ষিত। প্রশিক্ষিত কর্মীরাও ছোটখাটো সারাইয়ের কাজ করতে পারেন।
ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল দার্জিলিং রোপওয়ে। পাহাড়প্রেমীদের কাছে এর আকর্ষণ অপরিসীম। সমতলে এখন প্রচন্ড গরম। ফলে পাহাড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। তবে,দেওঘরের ঘটনার পর সাবধান সবাই। প্রসঙ্গত, দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়ে ভেঙে পড়ার ঘটনায় আটকে পড়েছিলেন মালদার ২ পরিবারও।
ভয়াবহ অভিজ্ঞতা হয় তাঁদের। সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে তাঁদের মধ্যেই একজন বিনয় কুমার দাস জানান, পানীয় জলের সঙ্কট দেখা দিলে প্রস্রাব পান করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই কারণে নিজের প্রস্রাব বোতলবন্দি পর্যন্ত করেছিলেন। তবে সেই প্রস্রাব খেতে বাধ্য হওয়ার আগেই তাঁদের উদ্ধার করা হয়েছিল।
আরও পড়ুন, Pingla Rape: 'মিথ্যে ফাঁসিয়েছ, গ্রামে ফিরতে হবে', পিংলা ধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবারকে 'হুমকি'!
Canning: ডেথ সার্টিফিকেট ছাড়াই শ্মশানে সৎকারের অভিযোগ, হাঁসখালি কাণ্ডের পর উদ্বেগে স্থানীয়রা
Jalpaiguri: ছোট বোনের দোলনায় দোল খেতে যায় দিদি! বাড়ি ফিরে বড় মেয়ের বীভৎস পরিণতি চাক্ষুষ করল বাবা