চম্পক দত্ত : তৃণমূলের জয়ে উচ্ছ্বাস বিজেপির! এমনই অভিনব দৃশ্য দেখা গেল দাসপুরে। সমবায় সমিতির ভোটে সবকটি আসনেই জয়লাভ করেছে তৃণমূল। কিন্তু উৎসাহের সঙ্গে দলীয় পতাকা নিয়ে স্লোগান দেওয়ার সঙ্গে বোম ফাটাতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদেরও। হেরে গিয়েও বিজেপির এহেন উল্লাসে কটাক্ষ তৃণমূলের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগরের। জানা গিয়েছে, রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর শহীদ প্রদ্যুৎ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডে নির্বাচন ছিল রবিবার। এই সমবায় সমিতিতে ভোট হয় ৬২টি আসনে। ৬২ আসনেই জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। জয় লাভের পর বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেস। আর ঠিক সেই সময়ই দেখা যায় অন্য এক চিত্র। তৃণমূলের বিজয় মিছিলের পাশেই দলীয় পতাকা নিয়ে বোম ফাটাতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। সঙ্গে জয় শ্রীরাম স্লোগান।


তৃণমূল জয়লাভ করলেও বিজেপি কর্মীদের উৎসাহ কেন? সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতারা বলেন, "দীর্ঘদিন ভোট হয়নি ওই সমবায় সমিতিতে। আমরা প্রথমবার ভোটে অংশগ্রহণ করলাম। আমাদের ভোটের মার্জিনও ভালোই। আমরা পরাজয় স্বীকার করেছি সব কটা আসনে। কিন্তু ভোটে যে অংশগ্রহণ করতে পেরেছি, সেই খুশিতেই আমাদের কর্মী সমর্থকেরা স্লোগান দিতে দিতে পতাকা নিয়ে বোম ফাটিয়েছে।" তবে বিজেপি হেরে গিয়েও তাদের এই উল্লাসে কটাক্ষ করেছে তৃণমূল।


রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিন্ময় চক্রবর্তী বলেন, "ওরা গন্ডগোল করে ভোটে জয়লাভের চেষ্টা করেছিল। সকাল থেকে যেভাবে আমাদের কর্মী সমর্থকেরা উৎসাহের সঙ্গে ভোটটাকে পরিচালনা করেছে এবং উৎসবের মেজাজে ভোট হয়েছে, এতে করে সকাল থেকেই আমরা বুঝে যাই যে জয় আমাদের নিশ্চিত। আমরা দেখলাম ওরা বোম ফাটাচ্ছে! ভাবলাম ওরা হেরে আমাদের স্বাগত জানাচ্ছে।" যাই হোক হেরেও বিজেপির বোম ফাটিয়ে উল্লাসকে এড়িয়েই গিয়েছে তৃণমূল।


আরও পড়ুন, Jalpaiguri News | Madhyamik 2024: মাধ্যমিক দিতে যাওয়ার পথে হাতির হানায় কিশোরের মৃত্যু! জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের জন্য এবার বিশেষ ব্যবস্থা...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)