খুলছে দাড়িভিট স্কুল, তবে জারি থাকবে আন্দোলন
অবশেষে খুলতে চলেছে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুল। বুধবার এক বৈঠকের পর একথা জানিয়েছেন গ্রামবাসীরা। স্কুল খুললেও ২ ছাত্রের মৃত্যুতে সিবিআই তদন্ত জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে খুলতে চলেছে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুল। বুধবার এক বৈঠকের পর একথা জানিয়েছেন গ্রামবাসীরা। স্কুল খুললেও ২ ছাত্রের মৃত্যুতে সিবিআই তদন্ত জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা।
গত ২০ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দাড়িভিট হাই স্কুলের ২ ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের। গ্রামবাসীদের দাবি, পুলিসের গুলিতেই মৃত্যু হয়েছে ২ প্রাক্তন ছাত্রের। গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেন তাঁরা। সেই থেকে বন্ধ দাড়িভিট হাইস্কুল।
বুধবার দীপাবলির সন্ধ্যাতেও নিহত ছাত্রদের স্মৃতিতে মোমবাতি মিছিল করেন গ্রামবাসীরা। ফের একবার সিবিআই তদন্তের দাবিতে সরব হন তাঁরা। তবে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে ১০ নভেম্বর থেকে স্কুলে পঠনপাঠন চালুর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়রা।
মাংস কাটার সময় গুলিবিদ্ধ তৃণমূলকর্মী, পিছন থেকে গুলি আততায়ীর
দাড়িভিট কাণ্ডের পর স্কুল খুলতে একাধিকবার চেষ্টা চালিয়েছে প্রশাসন। স্কুল বন্ধ থাকায় শিক্ষা দফতর বেতন বন্ধের নির্দেশ দিলে বিপাকে পড়েন শিক্ষকরা। এদিন গ্রামবাসীদের সিদ্ধান্তে তাঁদের উদ্বেগ কাটল। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে দাড়িভিট হাই স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে। নতুন দায়িত্ব কার ওপর বর্তায় সেদিকেও নজর থাকবে।
এদিন গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে, স্কুল খুললেও সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন জারি থাকবে। তেমন হলে পঠনপাঠন চলাকালীনই সামনের মাঠে অবস্থান করবেন গ্রামবাসীরা।