ওয়েব ডেস্ক: অবশেষে উদ্ধার দুলাল মণ্ডলের দেহ। মালদার মানিকচকের হীরানন্দপুরে পাট পচানির জলে মিলেছে দেহ। অভিযোগ, ধর্ষিতা স্ত্রীর পাশে দাঁড়ানোয় খুন হন স্বামী। এ ঘটনায় জড়িত সন্দেহে নির্যাতিতার ভাই রাজকুমার মণ্ডলকেই গ্রেফতার করেছে পুলিস।ধর্ষিতা স্ত্রীর লড়াইয়ে সামিল হয়েছিলেন স্বামী। ক্রমাগত হুমকি ও চাপের মুখেও মামলা প্রত্যাহারে রাজি না হওয়ার মাসুল দিতে হল মালদার মানিকচকের দুলাল মণ্ডলকে। অভিযুক্তদের হাতেই খুন হন তিনি। অভিযোগ শুক্রবার রাতে নির্যাতিতার স্বামী ও ভাইকে আগ্নেআস্ত্র দেখিয়ে বাঁধের উপর ফাঁকা জায়গায় নিয়ে যায় অভিযুক্ত সিদ্ধার্থ মণ্ডল ও তার সঙ্গীরা। সেখানেই গলা কেটে নির্যাতিতার স্বামীকে খুন করা হয়। পালিয়ে যায় শ্যালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন একতারা নিয়ে এমন দারুণ তথ্য আপনার জানা আছে?


রবিবার সকালেই পাট পচানির জলে ভেসে ওঠে দুলাল মণ্ডলের দেহ। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে ভুতনী থানার পুলিস। অবশেষে খুনের মামলা রুজু করে শুরু হয় তদন্ত। ঘটনায় একজন গ্রেফতার হলেও বাকিরা পলতাক। দোষীদের শাস্তির দাবিতে সরব স্থানীয়রা।


আরও পড়ুন  রাজ্যের নানা জায়গায় ধরা পড়ল বিশ্বকর্মা পুজোর এক এক রকম ছবি