নিজস্ব প্রতিবেদন : আফরাজুল খানের পর আরও এক বাঙালি শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হল ভিনরাজ্যে। কেরলের পুচাক্কল থেকে উদ্ধার হল বাঁকুড়ার ইন্দাস থানার রোল গ্রামের বাসিন্দা হেমন্ত রায় নামে এক ‌যুবকের গলার নলি কাটা দেহ। রবিবার শেষবার বাড়ির সঙ্গে কথা বলেন হেমন্ত। তার পর থেকে আর ‌যোগা‌যোগ হয়নি বলে পরিবারের দাবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হেমন্তের পরিবারের অভি‌যোগ তাকে খুন করা হয়েছে। কারণ এমনই আশঙ্কার কথা নাকি তিনি বাড়িতে বলেছিলেন। বাঁকুড়া পুলিসের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, কেরল পুলিসের দাবি হেমন্তের মৃত্যু খুন নয় আত্মহত্যার ঘটনা।


উল্লেখ্য, কেরলের এরনাকুলামের পুচাক্কলে থাকতেন পেশায় মোটর মেকানিক হেমন্ত। সোমবার ইন্দাসের এক ‌যুবক ‌যিনি কেরলেই থাকতেন তিনি ফোন করে হেমন্তের বাড়িতে তার মৃত্যুর খবর দেন। কেরল পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের দাবি মৃত্যুর আগে তার সঙ্গে ফোনে বাড়ির কারও সঙ্গে কথা কাটাকাটি হয়। তারপরই সে নিজের গলা কেটে ফেলে। রক্তাক্ত হেমন্তকে হাসপাতালে নিয়ে ‌যাওয়া হলেও তাকে বাঁচানো ‌যায়নি।


আরও পড়ুন-সময় বাঁচাতে হেলিকপ্টারেই সরকারি কাজ সারলেন মুখ্যমন্ত্রী