নিজস্ব প্রতিবেদন: সাতসকালে হইচই। মর্নিংওয়াক করতে এসে এক মৃত ডলফিনকে ঘিরে ভিড় জমালেন এলাকার মানুষজন। ডায়মন্ডহারবারে হুগলি নদীর কেল্লার মোড়ের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডলফিনের খবর ছড়াতেই জড়ো হন এলাকার মানুষজন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে. ডায়মন্ডহারবারে হুগলি নদীর উপর দিয়ে জাহাজ চলাচলের সময়েই আহত হয় ডলফিনটি। জোয়ারের ঠেলে আহত ডলফিনটি নদীর পাড়ের দিকে চলে আসে। পরে ভাটার সময়ে সেটি আর যেতে পারেনি। নদীর পাড়েই মৃত্যু হয় আহত ডলফিনটির।


মৃত ডলফিনটির দৈর্ঘ ৩ ফুটেরও বেশি। ওজন আনুমানিক ১৫ কেজিরও বেশি হবে বলে প্রত্যক্ষদর্শীদের অনুমান। 


আরও পড়ুন-Leopard Captured: ছাগলের লোভে শোয়ার ঘরে হানা চিতাবাঘের, কোনওক্রমে বাঁচল মা-মেয়ে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)