নিজস্ব প্রতিবেদন: উজ্জ্বলা যোজনা। দেশের দরিদ্র মা-বোনদের চোখের জল মোছাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প। এবার সেই প্রকল্প ঘিরে মাথা চাড়া দিয়েছে দুর্নীতি। প্রদীপের শিখার তলায় অন্ধকার। অভিযোগ, বিনামূল্যে যে প্রকল্পের সুবিধা পাওয়ার কথা। এখন সেই সুবিধা পেতে গলে গরীব মানুষদের গুণতে হচ্ছে হাজার টাকা। না হলে মিলছে না গ্যাসের সংযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই দুর্নীতির জেরে নাজেহাল পূর্ব বর্ধমানের কাটোয়ার বয়রাগ্রাম, শ্রীখণ্ড গাঙ্গুলীডাঙা-সহ একাঠিক গ্রামের দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষজন। তাঁদের স্পষ্ট অভিযোগ, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিনামূল্যে পাওয়া উজ্জ্বলা গ্যাসের সংযোগ পেতে দিতে হচ্ছে নগদ অর্থ। না দিলে দেওয়া হচ্ছে না গ্যাস কানেকশন। এজেন্ট পরিচয় দিয়ে একদল যুবক দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের থেকে টাকা আদায় করছে।


আরও পড়ুন: Nandigram-এ গিয়ে নিশানায় Suvendu, Kunal-র বিরুদ্ধে মানহানির মামলা সৌমেন্দু অধিকারীর


আরও পড়ুন: Murshidabad: বড়ঞা কাণ্ডে ৩ সদস্যের তদন্ত কমিটি তৃণমূলের, অস্বস্তিতে জেলা নেতৃত্ব


টাকা তোলার কথা স্বীকার করেছে এক ডেলিভারি বয়। যধিও তাঁর দাবি, গ্য়াস ডিলারকেও টাকার ভাগ দিতে হয়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ডিলার। উল্টে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।