Habra: কুকুর ঢুকতে দেখে সন্দেহ হয় পড়শিদের, ঘর থেকে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ
বুধবার সকালে দুর্গন্ধ পেয়ে হাবরা থানায় খবর দেন পাড়ার লোকজন
নিজস্ব প্রতিবেদন: টানা ৫ দিন একটা মানুষের খোঁজ নেই। কেউ টেরই পেল না? হাবরায় বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধারের পর এনিয়ে এখন প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা।
বুধবার উত্তর ২৪ পরগনার হাবরা থানার হাটথুবার দাসপাড়ায় উদ্ধার হল সত্যরঞ্জন দে নামে এক বৃদ্ধের পচাগলা দেহ। ঘরে কুকুর ঢুকছে দেখে প্রতিবেশী তাঁর ঘরে ঢুকে দেখেন খাটের নীচে পড়ে রয়েছে বৃদ্ধের মৃতদেহ। প্রবল দুর্গন্ধ বের হচ্ছে দেহ থেকে। শরীর বিকৃত হয়ে চেনাই যাচ্ছে না বৃদ্ধকে।
প্রতিবেশী সূত্রে খবর, স্ত্রী মারা যাওয়ার পর বাড়িতে একাই থাকতেন সত্যরঞ্জনবাবু। বৃহস্পতিবার সন্ধেয় শেষবারের মতো দেখা গিয়েছিল তাঁকে। তার পর তার খোঁজ মেলে বুধবার। সত্যরঞ্জনবাবুর ছেলে পুলিসে চাকরি করেন। নতুন বাড়ি করে স্ত্রীর সঙ্গে পাশের বাড়িতেই থাকেন। তিনি ও তাঁর স্ত্রীও সত্যরঞ্জবাবু কোনও খোঁজ করেননি। তা না হলে মৃতদেহ পচে দুর্গন্ধ হয়ে গেল কীভাবে। এই প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা।
বুধবার সকালে দুর্গন্ধ পেয়ে হাবরা থানায় খবর দেন পাড়ার লোকজন। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন-Canning: ক্যানিংয়ে ধরা পড়ল চোর, তাকে চা-বিস্কুট খাওয়ালেন এলাকাবাসী