নিজস্ব প্রতিবেদন: রাস্তার গর্তের মধ্যে মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেহাল রাস্তা সারাইয়ে দাবিতে ঘণ্টাখানেক দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার সগড়ভাঙ্গার বনফুল সরণি অবরোধ করে বিক্ষোভ ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের । এই বিক্ষোভে যোগ দিয়েছিল এসএফআই।

আরও পড়ুন: ফের নিম্নচাপ, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারি বৃষ্টি!


নগরনিগমের ৪ নং বোরো কার্যালয়ের অদূরেই এদিনের অবরোধে আটকে যায় প্রচুর লরি । রাস্তার গর্তে মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পরে ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিস গেলে তাদের হাতে মাছ ধরিয়ে দেন আন্দোলনকারীরা । পুলিসের আশ্বাসে অবশেষে উঠে যায় অবরোধ । শহরের বেহাল রাস্তা নিয়ে লাগাতার আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা ।