Dengue: ফের ডেঙ্গিতে মৃত্যু সল্টলেকে, তার মধ্যেই চিন্তা বাড়াচ্ছে নয়া রোগ!
ডেঙ্গি-ম্যালেরিয়ার মধ্যেই চিন্তা বাড়িয়েছে নয়া রোগ ফাইলেরিয়া।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যে ফের ডেঙ্গিতে মৃত্যু। আবারও ডেঙ্গিতে মৃত্যু সল্টলেকে। সল্টলেকের দত্তাবাদের এক বাসিন্দা প্রাণ হারিয়েছেন ডেঙ্গি আক্রান্ত হওয়ার ফলে। ১১৫ দত্তাবাদ মেন রোডের বাসিন্দা প্রতিমা মন্ডল। বয়স ৫২ বছর। বিধাননগর মহকুমা হাসপাতালে আজ সকাল ৮টা নাগাদ মৃত্যু হয় তাঁর। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। এরপরই বিধাননগর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ডেথ সার্টিফিকেটে লেখা রয়েছে সিভিয়ার ডেঙ্গি।
তবে শুধু ডেঙ্গি নয়। পুজোর মুখে রাজ্যে ডেঙ্গি আতঙ্কের সঙ্গেই দোসর ম্যালেরিয়াও! কলকাতায় এরমধ্যেই ম্যালেরিয়ায় প্রাণ হারিয়েছেন হাওড়ার এক বৃদ্ধা। নাম লালবানু মন্ডল। বয়স ৮০ বছর। বাড়ি, হাওড়ার জোমজুড়ে। জ্বর-সহ আরও বেশ কিছু উপসর্গ নিয়ে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন লালবানু ১৯ সেপ্টেম্বর। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। ওদিকে ডেঙ্গি পরিস্থিতিও রীতিমতো উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গি আক্রান্ত ৮ হাজার ৫৩৫ জন। গত এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৬ জন।
এদিকে ডেঙ্গি-ম্যালেরিয়ার মধ্যেই চিন্তা বাড়িয়েছে নয়া রোগ ফাইলেরিয়া। মূলত জলপাইগুড়িতে এর প্রকোপ বেশি। জলপাইগুড়ি জেলায় অন্যান্য ব্লকের পাশাপাশি ধুপগুড়ি পুরসভা এলাকা ও বানারহাট ব্লকের বিভিন্ন চা বাগানে স্বাস্থ্য দপ্তরের তরফে রাত্রিকালীন রক্তের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। পূর্বেও বানাহাট ব্লকে বেশ কিছু এলাকায় কয়েকজনের ফাইলেরিয়ার পজেটিভ রোগী পাওয়া গেছে বলে জানা যায়। বাড়ি বাড়িতে গিয়েও নৈশকালীন রক্ত সংগ্রহ করার পর যদি কোনও পজিটিভ রেজাল্ট আসে তাহলে পরবর্তীতে ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে তাদের টিকাকরণ করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)