বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, চলতি সপ্তাহ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে
২১ সেপ্টেম্বর পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
নিজস্ব প্রতিবেদন: পূর্বাভাস ছিলই, সেই মতোই শক্তিশালী হচ্ছে হবে নিম্নচাপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ২০ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যেটি পরে সরে এসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সরে আসবে বলেই মনে করা হচ্ছে। এর ফলে ২৯ থেকে ২৩ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ তারিখ উপকূলের জেলা অর্থাখ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারী বৃষ্টি হবে।
আরও পড়ুন: পুজোর আগেই খুলছে চিড়িয়াখানা, ন্যাশনাল পার্ক! শুরু বনভ্রমণও
২১ সেপ্টেম্বর পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ২২ সেপ্টেম্বর পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ২১ ও ২২ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে মালদহ ও দিনাজপুরে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টির ফলে নদীর জল বৃদ্ধি ও ধসের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।