ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ইতিমধ্যেই নাজেহাল অবস্থায় কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষ। প্রবল বৃষ্টিতে জল জমে গিয়েছে বহু এলাকায়। শুধু তাই-ই নয়। বৃষ্টির সঙ্গে প্রবল ঝড় হওয়ার ফলে বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়ে বিপর্যস্থ জনজীবন। কিন্তু আরও কতদিন চলবে এই বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?


নিম্নচাপে মুখভার দক্ষিণবঙ্গের, রাত থেকে নাগাড়ে বৃষ্টি জেলায় জেলায়


মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও হালকা রোদও উঠেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, দক্ষিমবঙ্গের উপর থেকে দুর্যোগ কেটে গিয়েছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে জানা যাচ্ছে।


রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত বর্ধমান-আসানসোলের বিভিন্ন এলাকা