Malda Fire: বিধ্বংসী আগুন! চাষিদের চোখের সামনেই পুড়ে ছাই প্রায় ১০০ বিঘে জমির গম
কীভাবে এমন বিধ্বংসী আগুন লেগে গেল গমের খেতে?
নিজস্ব প্রতিবেদন: চারদিকে জ্বলছে গমের খেত। প্রায় দাঁড়িয়েই দেখতে হল ৭টি গ্রামের চাষিদের। চোখের সামনে পুড়ে ছাই প্রায় ১০০ বিঘে জমির গম। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে।
মঙ্গলবার ভয়ঙ্কর ওই আগুন লাগে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বোলারমারির মাঠে। সর্বস্বান্ত হয়েছেন কুশিদা, রাজল, ভগবানপুর, বিঝোট, বাগমারা, দৌলা ও গাজাকাটা গ্রামের শতাধিক চাষি।
কীভাবে এমন বিধ্বংসী আগুন লেগে গেল গমের খেতে? স্থানীয় মানুষজনের দাবি, গমের নাড়া পোড়াতে গিয়েই আগুন লেগে যায় জমিতে। পরে প্রবল হাওয়ায় সেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক খেতে। স্থানীয় বাসিন্দারা চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। পাশাপাশি দমকল এলেও আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই প্রায় একশো বিঘে জমির ফসল।
আরও পড়ুন-ইউক্রেনে রাশিয়ার পরবর্তী লক্ষ্য এবার কী? যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে পড়ছে রাশিয়া?