নিজস্ব প্রতিবেদন : সাতসকালে রেলপথে অঘটন। বেলাইন হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস।পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত একটি কামরা। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - অনলাইনে টিকিট কাটা নিয়ে বড়সড় জালিয়াতি চক্র ফাঁস


মঙ্গলবার সকালে হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেস পুরীর দিকে যাচ্ছিল। পাঁশকুড়ার ভোগপুর ষ্টেশন পেরিয়ে যাওয়ার পর একটি লাইন থেকে অন্য আর এক লাইনে ক্রশ করার সময় লাইনের একটি জয়েন্টের পাত খুলে চাকাতে ঢুকে যায়। এরপর B-3 বগিটি লাইনচ্যুত হয়। প্রায় দেড় কিলোমিটার ট্রেনটি লাইনচ্যুত হয়ে ঘসড়ে গিয়ে পাঁশকুড়া ষ্টেশনের আগে নারান পাকুড়িয়ার কাছে দাঁড়িয়ে যায়। রেলের ঝাঁকুনি ও পাথর ছিটকে যেতে দেখে যাত্রীরা চেন টানেন। তারপর ট্রেনটি থামে। যদিও রেল সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জয়েন্টের পাত খুলে রেলের একটি চাকায় ঢুকে যায়,যার ফলে একটি বগি লাইন চ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে চালক দ্রততার সাথে থামিয়েছে ট্রেনটি।এক লাইন থেকে আর একটি লাইনে ক্রস করার সময় এই বিপত্তি ঘটে। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটে নি। যাত্রীদের কেউই হতাহত হন নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ওই লাইন দিয়ে সব ট্রেন ধীর গতিতে যাচ্ছে। রেলের টেকনিক্যাল ম্যানেজমেন্ট এর লোকজন এবং আধিকারিকরা ঘটনা স্থলে পৌঁছেছেন। রেল আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন।



হাওড়া, কটক, খড়গপুর এবং বালাসোরে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। তবে ওই বগির যাত্রীদের ধৌলি এক্সপ্রেসের বাকি কামরা এবং ফলকনমা এক্সপ্রেসে ওঠার ব্যবস্থা করা হয়। ধৌলি এক্সপ্রেস যে যে স্টেশনে থামে সেখানে থামবে ফলকনমা এক্সপ্রেসও।