জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। পাশাপাশি ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা, তারপর ইভএম। ২টি রুমে ১৪টি করে টেবিলে ভোটগণনা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, হয় উপনির্বাচন। ৩ দিনের মাথায় আজ ফল ঘোষণা।  ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটার ২,৬৯,৪১৬ জন। দিনভর বিভিন্ন বুথের সামনে লাইন ছিল ভোটারদের। উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব নির্বিঘ্নেই মেটে। জলপাইগুড়ির জেলাশাসক, রিটার্নিং অফিসার মৌমিতা গোদারা বসু জানান, 'ধূপগুড়ি উপনির্বাচনে ভোট পড়েছে ৭৮ শতাংশ'। প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের মিতালি রায়। কিন্তু, ২০২১ বিধানসভা নির্বাচনে মিতালিকে হারিয়ে জেতেন বিজেপির বিষ্ণুপ্রসাদ রায়। তাঁর মৃত্যুতেই ফের নির্বাচন জরুরি হয়ে পড়ে ধূপগুড়ি কেন্দ্রে। 


উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন ড. নির্মলচন্দ্র রায়। ওদিকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাপসী রায়। সিপিআইএম-এর হয়ে ভোটে প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। ভোট দিয়ে বেরিয়ে নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত বলে জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ড. নির্মলচন্দ্র রায়।


LIVE UPDATES: 


## জয়ের পর কর্মীদের শুভেচ্ছা জানিয়ে টুইট অভিষেকের-



## হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। ফের ঘাসফুলের দখলে ধূপগুড়ি। ৪৩৮৩ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ড. নির্মলচন্দ্র রায়।


## সপ্তম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল।


## ষষ্ঠ  রাউন্ড শেষে তৃণমূলের ঝুলিতে ৬২,৬০২ ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ৫৮,৮২৯। সিপিআইএম পেয়েছে ৮,২২৯।


## ষষ্ঠ রাউন্ড শেষে ৩৭৭৩ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী।


## পঞ্চম রাউন্ড শেষে বিজেপির প্রাপ্ত ভোট ৪৯,৪৭৯ ভোট। তৃণমূলের প্রাপ্ত ভোট ৫০,৪৪১ ভোট। সিপিআইএম-এর প্রাপ্ত ভোট ৫,৫৯০ ভোট।


## পঞ্চম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী ৯৬২ ভোটে।


## কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে গেলেন সিপিআইএম প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়।


## চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩৯, ০৯৬। বিজেপির ভোট ৩৮,৭৩৬।


## চতুর্থ রাউন্ড শেষে ৩৬০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়।


## তৃণমূলের উল্লাস, গৌতম দেবকে আবির তৃণমূল নেতা কর্মীদের।


## তৃতীয় রাউন্ড থেকেই লড়াই হাড্ডাহাড্ডি। এগিয়ে তৃণমূল।


## বিজেপির প্রাপ্ত ভোট দ্বিতীয় রাউন্ডের শেষে ১৮,১৬৫। তৃণমূলের ১৭,১৪৭। আর সিপিআইএম ২০৭৯।


## দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি এগিয়ে ১০১৮ ভোটে।


## ১২০০ ভোটে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের থেকে এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়।


## দ্বিতীয় রাউন্ডের গণনাতেও এগিয়ে বিজেপি। 


## বিজেপির প্রাপ্ত ভোট প্রথম রাউন্ডের শেষে ৮৮৯২। দ্বিতীয় স্থানে তৃণমূলের প্রাপ্ত ভোট ৭৩২৮। তৃতীয় স্থানে সিপিআইএম পেয়েছে ১৩১০ ভোট।


## প্রথম রাউন্ডের গণনার শেষে বিজেপি এগিয়ে ১৫৬৪ ভোটে।


## ধূপগুড়ি ও বানারহাট এলআরপি মোড় সহ বিভিন্ন এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিসের টহলদারি।


## ১৭০০ ভোটে এগিয়ে বিজেপি।


## সিপিআইএম প্রার্থীর প্রাপ্ত ভোট ১২৭।


## তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ১৬০।


## বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৪১৮।


## এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়।


## পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি।


আরও পড়ুন, Bangla Divas: 'রাজ্যপাল সই না করলেও কিছু যায় আসে না', ১ বৈশাখ-ই বাংলা দিবস, পাস বিধানসভায়!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)