নিজস্ব প্রতিবেদন: সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে করোনা আবহের মধ্যেই রমরমিয়ে চকছে শিক্ষা প্রতিষ্ঠান। সাকরাইল থানার অন্তর্গত ধুলাগর নিউ রোডে ই-কিউব ক্যারিয়ার ইনস্টিটিউট নামে ওই সেন্টারে মাসখানেক ধরেই চলছে ক্লাস নেওয়া। প্রায় একশ জন ছাত্র ছাত্রী থাকছে এখানকার হস্টেলে। প্রতিদিন নেওয়া হচ্ছে তাদের ক্লাস। কোনো রকম সামাজিক দূরত্বের বালাই নেই। মাস্ক নেই অনেক ছাত্র ছাত্রীর মুখে। একই বেঞ্চে ঠাসাঠাসি করে ক্লাস করতে দেখা গেল তাদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ বিষয়ে টিচার ইনচার্জকে বিষয়টি জানতে গেলে তিনি সদুত্তর দিতে পারেননি। তাঁর বক্তব্য ছাত্র ছাত্রীদের বাড়ির লোকের অনুমতি নিয়ে পড়াশোনা করানো হচ্ছে। এলাকার লোকজন জানান,সরকারি নির্দেশিকা না মেনে কোনোভাবেই এরকম ইনস্টিটিউট চালানো যেতে পারে না। এদিকে সংবাদ মাধ্যম পৌঁছতেই তড়িঘড়ি ক্লাসরুম থেকে ছাত্রছাত্রীদের ক্লাসরুম থেকে বের করে হস্টেলে পাঠিয়ে দেওয়া হয়। বাধা দেওয়া হয় ছবি তুলতে। ক্যামেরার সামনে মুখ খুলতে বারণ করা হয় ছাত্রছাত্রীদের।


ধুলাগোর পঞ্চায়েত প্রধান তাহেরা লস্কর জানান, এভাবে যে শিক্ষা প্রতিষ্ঠান চালানো হচ্ছে তা তিনি জানতেন না। সরকারি নির্দেশিকা না মেনে কেন এভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালানো হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আটক করা হয় কর্ণধার সহ মোট পাঁচজনকে।