নিজস্ব প্রতিবেদন: রাজধানীতে উত্তপ্ত হয়ে উঠল বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর বৈঠকে একাধিক নেতা দলের মধ্যে নেতাদের মধ্যে কলহের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি কোনও কোনও জায়গায় দলের খারাপ ফলের পেছনে দলের অন্তদ্বন্দ্বকেই দায়ী করেন। এনিয়ে বিজেপি নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে খবর।


আরও পড়ুন-মানুষের শরীরে কতদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে করোনা? পুরনো ধারণা বদলে দিল নয়া গবেষণা


এদিকে, আজ কলকাতা বিমানবন্দরে দিল্লির বৈঠক নিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, দলের অভ্যন্তরীণ একাধিক বিষয় নিয়ে বৈঠক ছিল। সাংগঠনিক বিষয়ের ওপরে ১৪০টি বিধানসভা নিয়ে আলোচনা হয়েছে। আগামী রাউন্ডে বাকিটা হবে। দুমাস পরে রিভিউ মিটিং হবে।


রাজ্যের করোনা মোকাবিলা নিয়ে রাজ্য সরকারকে বেঁধেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুধুমাত্র আমলাদের ওপরেই ভরসা করেছেন, মন্ত্রীদের ওপরে করেননি। কোনও মন্ত্রীকে করোনা প্রতিরোধে কাজে লাগানো হয়নি। এতো মন্ত্রী রয়েছেন, তারা নিজেদের অবহেলিত মনে করছেন।


আরও পড়ুন-বাদ মহুয়া, নির্বেদ-ওম প্রকাশ হলেন তৃণমূলের রাজ্যস্তরে মুখপাত্র, জাতীয় স্তরে পার্থ


দিল্লিতে দলের বৈঠক নিয়ে রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, এটি ছিল নির্বাচনী প্রস্তুতি মিটিং। বৈঠকে কোনও সমস্যা হয়নি।  নানারকম অপপ্রচার হয়েছে তার কিচ্ছু হয়নি দলের। যে ধরনের সাংগঠনিক বৈঠক হয়ে থাকে সেরকমই হয়েছে। ২০২১-এর বিধানসভা ভোটে আমরা ১৪০ টা আসন নিয়ে আলোচনা করেছি। বাকি আসনের আলোচনা ১১, ১২, ১৩ অগাস্ট হবে। রাজ্যে  দলের পরিবর্তন নিয়ে প্রশ্ন করলে রাহুল বলেন, এটা কেন্দ্রের ব্যাপার। কেন্দ্র তা ঠিক করবে।