নিজস্ব প্রতিবেদন : জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতেই রয়েছে বোমা তৈরির কারখানা। অস্ত্র তৈরি করছেন তৃণমূলের নেতারা। আমডাঙায় হিংসার ঘটনায় এবার সরাসরি উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতিকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে হিংসা ছড়ায় আমডাঙায়। চলে বোমাবাজি, গুলির লড়াই। সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ তৃণমূল কর্মীর। পরে হাসপাতালে মৃত্যু হয় ১ সিপিএম কর্মীর। হিংসার ঘটনায় বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর অভিযোগ ছিল, সিপিএম-কংগ্রেস-বিজেপি একযোগে এই হামলা চালিয়েছে। সীমান্ত পেরিয়ে অস্ত্র এনে মজুত করেছেন বাম কর্মী-সমর্থকরা। একাজে বিজেপিও তাদের মদত দিয়েছে।


আরও পড়ুন, মায়ের পাশে ঘুমিয়েছিল ৯ মাসের শিশু, ঘুমের ঘোরে হামাগুড়়ি দিয়ে পড়ে মৃত্যু  


এবার সেই অভিযোগই পাল্টা তৃণমূলের দিকে ফিরিয়ে দিলেন দিলীপ ঘোষ। তিনি তোপ দাগেন, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতেই বোমা তৈরির কারখানা রয়েছে। অস্ত্র তৈরি করছেন তৃণমূলের নেতারাই। এমনকি তাঁর আরও 'বিস্ফোরক' অভিযোগ, আমডাঙা কাণ্ডে মূল অভিযুক্ত জাকির বুল্লুককে আশ্রয় দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকই। প্রসঙ্গত, শনিবার সকালে রাজস্থামের আজমেঢ় শরিফ থেকে জাকির বুল্লুককে ধরে আমডাঙা থানার বিশেষ তদন্তকারী দল।


আরও পড়ুন, একজন ৫০, অন্যজন ২০! বিধাননগরে রাস্তার ধারে উদ্ধার জোড়া ঝুলন্ত দেহ


যদিও, সব অভিযোগই অস্বীকার করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দিলীপ ঘোষের এসমস্ত মন্তব্যকে অত্যন্ত 'কুরুচিকর' বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি, এসব মন্তব্যের জন্য "দিলীপ ঘোষকে পাগলা গারদে পোরা উচিত" বলেও দাবি করেছেন তিনি।