নিজস্ব প্রতিবেদন: উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। ওই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,'বিজেপি নিজেরা মিছিল করে নিজেরা লোক মারে।' সেই অভিযোগ অস্বীকার করে সিবিআই তদন্তের দাবি করলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'সিআইডি তদন্তের উপরে ভরসা নেই কারও। সিবিআই তদন্ত হওয়া উচিত। সরকার পালানোর চেষ্টা করছে।'  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে পশ্চিমবঙ্গ পুলিস জানিয়েছে, শটগানের গুলিতে মৃত্যু হয়েছে উলেন রায়ের। পুলিস শটগান ব্যবহার করে না। সশস্ত্র লোকেদের আনা হয়েছিল। তারাই গুলি চালিয়েছে। হিংসা ছড়াতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে।'




তার পাল্টা দিলীপ ঘোষ বলেন,'ছররা কোথা থেকে এসেছিল? পুলিস বলছে, এরকম গুলি তারা চালায়নি। তাহলে দুষ্কৃতীরা ছিল? সামনে যাঁরা ছিলেন তাঁরাই গুলি খেয়েছেন। পুলিসের পোশাকে অন্য কেউ গুলি চালিয়েছে? আমাদের মধ্যে দুষ্কৃতীরা ছিল তো গ্রেফতার করল না কেন? পুলিস কী করছিল?


সিআইডি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন,'সিআইডি তদন্ত লোকদেখানো। এর আগে রায়গঞ্জে আমাদের কর্মীকে পিটিয়ে মেরেছিল পুলিস। রাতারাতি পুলিস ময়নাতদন্ত করে বাড়ির লোককে দিয়েছিল। কোর্ট বলার পর দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে।'  


সিবিআই তদন্তের দাবি করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, আমরা কেন সিআইডি তদন্তের উপরে পশ্চিমবঙ্গের মানুষের ভরসা নেই। সিআইডি সত্য ধামাচাপা দেয়। বিভ্রান্ত করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চাই। আমরা আগেও বলেছি। এখনও বলছি। এই সরকার এটা গুরুত্ব দিচ্ছে না। কারণ সত্য সামনে চলে আসবে।' 


আরও পড়ুন- বিজেপি কর্মীর ময়নাতদন্তে কারচুপির অভিযোগ, তড়িঘড়ি দেহ নিয়ে যেতে চাপ পরিবারকে