পাহাড়ে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ
ওয়েব ডেস্ক: পাহাড়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে দলীয় কাজে পাহাড়ে যান তিনি। কালিম্পঙে তাঁর কনভয় পৌঁছাতেই শুরু হয় বিক্ষোভ।
গোর্খাল্যান্ডের দাবিতে ফের সুর চড়তে শুরু করেছে। সেই আবহেই দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, গোর্খাল্যান্ড নিয়ে এতদিনে কী করেছে কেন্দ্রীয় সরকার? সাংসদ এস এস আলুওয়ালিয়াই বা কোথায়? দিলীপ ঘোষের কাছে জবাব দাবি করেন তাঁরা। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি থাকে। গোর্খাল্যান্ড ইস্যুতে বনধ উঠে যাওয়ার পর এই প্রথম কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব পাহাড়ে গেলেন। আর তা ঘিরেই ফের পাহাড়ে লাগল রাজনীতির আঁচ।