ইমামভাতাও চাই না, দুর্গাপুজোয় সরকারি অনুদানও চাই না, স্পষ্ট করলেন দিলীপ
আদালতের এই রায়ের বিরোধিতা করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, `আমরা এই রায়ে খুশি নই। বিজেপি যে কোনও রকমের তোষণের বিরোধী। তাই আমরা ইমামভাতার বিরোধিতা করেছিলাম। একই কারণে আমরা দুর্গাপুজোয় সরকারি অনুদানেরও বিরোধী।`
নিজস্ব প্রতিবেদন: পুজোয় সরকারি অনুদানের বিরোধিতায় দায়ের মামলা হাইকোর্ট খারিজ ককে দেওয়ায় খুশি নয় বিজেপি। এদিন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সরাসরি আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, আমরা যে কোনও তোষণের বিরোধী। যে কারণে আমরা ইমামভাতার বিরোধিতা করেছিলাম একই কারণে আমরা দুর্গাপুজোয় সরকারি অনুদানেরও বিরোধী।
বুধবার পুজো অনুদান মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে জানানো হয়েছে, এক্ষেত্রে আইনসভার সিদ্ধান্ত চূড়ান্ত। তাতে হস্তক্ষেপ করবে না আদালত। কথায় কথায় আইনসভার সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করলে দেশ চালানো মুশকিল হয়ে যাবে। এক্ষেত্রে আগে টাকা খরচ হোক। পরে তা সঠিক ভাবে খরচ হল কি না তা বিবেচনা করা যাবে।
'হস্তক্ষেপ নয়', পুজো অনুদান মামলায় হাইকোর্টে জয় রাজ্যের
আদালতের এই রায়ের বিরোধিতা করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমরা এই রায়ে খুশি নই। বিজেপি যে কোনও রকমের তোষণের বিরোধী। তাই আমরা ইমামভাতার বিরোধিতা করেছিলাম। একই কারণে আমরা দুর্গাপুজোয় সরকারি অনুদানেরও বিরোধী।'
দিলীপবাবু বলেন, 'সাধারণ মানুষের করের টাকা সরকার এভাবে বিলি করতে পারে না। সরকারি প্রকল্পের প্রচারের নামে এই টাকা দেওয়া হচ্ছে। শুনেছি ইমামভাতাও একই ভাবে ওয়াকফ বোর্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কী করা যায় আমরা দেখছি। তবে এই ভাবে সাধারণের করের টাকার খয়রাতি মেনে নেবে না বিজেপি।'