ই গোপী: 'আমাকে বলেনি। আমি জানি না'। দল সেন্সর করার পর প্রথম প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। সাংবাদিকদের বললেন, 'আপনাদের বলেছে তাহলে। আপনারা জানেন। যদি বলে, তাহলে বলে দেব আপনাদের'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি দল ও সতীর্থদের সম্পর্কে তাঁর বিভিন্ন মন্তব্যে অস্বস্তি বেড়েছে পদ্মশিবিরে। খোদ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে এবার বিশেষ সতর্ক করল BJP। আপাতত সাংবাদমাধ্যমে আর কোনও প্রতিক্রিয়া বা বিবৃতি দিতে পারবেন না দিলীপ। ভারতীয় জনতা পার্টির (BJP) লেটারহেডে লেখা চিঠিতে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ও হেডকোয়ার্টার-ইন-চার্জ অরুণ সিং জানিয়েছেন, 'আপনার মন্তব্য দলের ভাবমূর্তির ক্ষতি করেছে। বারবার কেন্দ্রীয় নেতৃত্বের অস্বস্তি বাড়িয়েছেন। আপনাকে একাধিকবার সংযত হতে বলা হয়েছে। বহুবার সতর্ক করেও লাভ হয়নি'।



এদিকে দিলীপ ঘোষকে BJP কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশ 'অমান্য়' করার পরামর্শ দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন, দিলীপ ঘোষের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে। পুরনো দিনের রাজনৈতিক বিশ্বাস নিয়ে দল করেন। তাঁর সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য ও সমাজের নীতি নিয়ে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু কিছু দলবদলু, ধান্দাবাজ যদি দিলীপ ঘোষের মতো পুরনো লোকের কণ্ঠরোধ করে, তাহলে তা অত্যন্ত আপত্তিকর। উত্তরপ্রদেশে নাকি বুলডোজার চলে। এখানে তো দিলীপ ঘোষের উপর বুলডোজার চালাচ্ছে'।



'TMC-র যাতে সুবিধা হয়, BJP কি সেই মনোভাব নিয়ে চলছে'? প্রশ্ন CPM নেতা সুজন চক্রবর্তীর। তাঁর মতে, 'তৃণমূল থেকে বিজেপি এসেছিল যে নেতারা, তাঁরা এখন তৃণমূল ফিরে যাচ্ছেন। পুরনো নেতারা অনেকেই রয়ে গিয়েছেন। তাঁদের যদি দিল্লি নাকচ করে দেয়, তাহলে নতুনরা তৃণমূলে চলে গেল, পুরনোদের নাকচ করে দিল! TMC যাতে সুবিধা হয়, BJP সেই মনোভাব নিয়ে চলছে কিনা, সেটা দেখা দরকার'। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)