ওয়েব ডেস্ক: ”এটা হওয়ারই ছিল। গতবারের থেকেও উনি শিক্ষা নেননি। এবারও আদালতের থাপ্পড় খেয়েছেন।” বিসর্জন বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের প‌র্যবেক্ষণের প্রেক্ষিতে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিলীপবাবু বলেন,”বিনা কারণে বিভাজনের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর একমাস আগে বিসর্জনের বিজ্ঞপ্তি জারি করে দিলেন। পাহাড় অচল। উনি সামলাতে পারছেন না। সেজন্যই নজর ঘোরানোর একটা চেষ্টায় বিতর্ক তৈরি করেছেন।” 
 
বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভি‌যোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “রাজ্যের একের পর এক ঘটনা ঘটে চলেছে। ওনার দলের লোকজনই দায়ী। প্রতিদিনই তো তৃণমূলের গোষ্ঠী কোন্দল লেগে রয়েছে।” 


আরও পড়ুন, বিসর্জন বিতর্কে হাইকোর্টে তিরস্কারের মুখে রাজ্য সরকার