নিজস্ব প্রতিবেদন- পঞ্চম দফার পরের দিন মর্নিং  ওয়াকে গিয়ে জিতে যাওয়ার কনফিডেন্স দেখা গেল দিলীপ ঘোষের মুখে চোখে। ধরা পড়ল তাঁর কথাতেও। তিনি বলেন,  
'মোট ১৮০ আসনে ভোট হয়েছে এর মধ্যে আমরা ১২৫ আসন পাব এখনো পর্যন্ত!' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর কথায়, 'একেবারে হিসাব করে ২০০ সিটে যেরকম চাইছি আমরা সেরকম ইলেকশন হচ্ছে। যারা চাইছে আমাদের হারাবে তারা এখন ছেড়ে দিতে পারলে বাঁচে। ওঁরা বলছে একসঙ্গে করে দাও আমরা সভা করব না। কেউ না এলে সভাটা করবে কি করে!মিটিং করতে হলে খরচা আছে বক্তারা নেতারা কেউ বের হচ্ছে না,তাই বলছি  সব গুটিয়ে দাও রেজাল্ট হয়ে গেছে! টাইমটা তো পুরো করতে হবে'।


দিলীপ ঘোষ বলেন, 'শান্তি-শৃঙ্খলা রক্ষা করা পুলিসের কাজ, সেন্ট্রাল ফোর্স এর নয়! তারা শান্তিপূর্ণভাবে  ইলেকশন করাতে এসেছে  ইলেকশন সেভাবেই হচ্ছে। না হলে ৮০ শতাংশ এর বেশি ভোট হয় না,আর শহরতলিতে যে জায়গাগুলো গুন্ডা দিয়ে  লোককে ভয় দেখিয়ে ভোট করানো হতো, সেখানে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে! কিন্তু এবারে আর লোকে ভয় পাচ্ছে না! বাহিনী ঠিকঠাক পরিচালনা করছে। না হলে ভোটটা হলো কি করে, কোথাযও গন্ডগোল হয়নি বুথের মধ্যে,কোথাও গন্ডগোল হয়নি সেন্ট্রাল ফোর্স ঠিকঠাক কাজ করছে যেখানে পুলিসেরর এক্তিয়ার  সেখানে গন্ডগোল হচ্ছে কারণ পুলিস গুন্ডাদের পুরনো সম্পর্ক আছে তাঁরা কিছু বলতে পারছে না। পুলিসের সামনেই বাড়িঘর ভেঙ্গে দিচ্ছে মারপিট করছে। ক্যামেরার সামনে ভাঙছে আর পুলিস জানতে পারছে না! আমরা জানি কে করে কী করবে! এটা কতদিন চলবে ওদের তো কিছু করার নেই। ওঁরা কী অভিযোগ করল এই নিয়ে কে মাথা ঘামাবে? সারা দুনিয়াকে দেখাতে চাই বিজেপির প্রোগ্রাম হবে বড় বড় ঝান্ডা লাগাব'।