নিজস্ব প্রতিবেদন: ফের নতুন করে সার্টিফিকেট বিতর্কে দিলীপ ঘোষ।  বিজেপির বহিস্কৃত নেতা অশোক সরকার এবার শিবসেনার টিকিটে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। দিলীপ ঘোষ তাঁর মনোনয়নে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছে বলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন অশোক সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




 চলতি লোকসভা নির্বাচনে মনোনয়নের হলফনামায় দিলীপ ঘোষ দাবি করেন, তিনি ১৯৮২ সালে ঝাড়গ্রাম থেকে আইটিআই পাস করেন।
প্রসঙ্গত এর আগেও দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অশোক সরকার। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দিলীপ ঘোষ হলফনামায় দাবি করেন তিনি ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। সে তথ্য ভুয়া দাবি করে প্রথমে নির্বাচন কমিশন ও পরে হাইকোর্টের দ্বারস্থ হন অশোক সরকার।


ধেয়ে আসছে ভয়ঙ্করতম ঝড় 'ফণী', দিঘা-সহ রাজ্যের সমুদ্র পর্যটনকেন্দ্রগুলিতে চূড়ান্ত সতর্কতা
 হাইকোর্টের বিচারক  বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দাখিল করেন পিআইএল। কিন্তু হাইকোর্টে সে মামলায় পরাজিত হন অশোক সরকার।
 এবার ফের দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন অশোক সরকার। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর দাবি দুটি নির্বাচনের হলফনামায় দু'রকম শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন দিলীপ ঘোষ।  এবার আদালতের দ্বারস্থ হয়ে ফৌজদারি মামলা করার হুমকিও দিয়েছেন তিনি। 
যদিও এ প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, ''প্রচারের জন্য মিথ্যে অভিযোগ করছেন অশোক সরকার। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।''