নিজস্ব প্রতিবেদন: নয়া সমীকরণের তোলপাড় রাজ্য রাজনীতি। শুভেন্দু, জীতেন্দ্রর পর দল ছাড়লেন শীলভদ্র দত্ত। তবে তাঁর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা এখনও স্পষ্ট করেননি  শীলভদ্র। যদিও ব্যারাকপুরের বিধায়ক আগামিকালই অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে দাবি করেছেন অর্জুন সিং। শীলভদ্রের দলত্যাগের প্রতিক্রিয়ায় অর্জুন সিং জানিয়েছেন, 'দীর্ঘদিন ওনাকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। ক্ষোভ জমে ছিল, এখন সুযোগ বুঝে দল ছাড়ছেন।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Big Breaking: বাড়ছে সংঘাত, IPS ডেপুটেশন ইস্যুতে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য


পাশাপাশি অর্জুনের দাবি, 'আমায় তিনি বলেছেন কালই বিজেপিতে যোগ দেবেন, তাঁকে পেয়ে ব্যারাকপুরের মানুষ খুশিই হবেন।' যদিও এ বিষয়ে অন্যসুর বিজেপির রাজ্য সভাপতি দিলীপের গলায়। তিনি বলছেন, 'সবাইকে দলে স্বাগত না। গ্রহণযোগ্যতা বিচার করে তবেই বিজেপিতে যোগদান করানো হবে।' এ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, তৃণমূল মহীরুহতে পরিণত হয়েছে, বটবৃক্ষ। শীতকালে দু-একটা পাতা ঝড়বেই। তাতে দলের কিছু আসে যায় না।'


সবমিলিয়ে দলত্য়াগ ইস্যুতে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল ছাড়ার হিরিক দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরেই শুভেন্দুকে নিয়ে জল্পনা চলছিলই। পাশাপাশি বেসুরো হয়েছিলেন বহু বিধায়কই।