নিজস্ব প্রতিবেদন: এবার গরুরও দেশি-বিদেশি ভাগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বর্ধমানে দুগ্ধ ব্যবসায়ীদের এক সভায় দিলীপবাবু একই সঙ্গে দাবি করেন, 'দেশি গরুর কুঁজে তৈরি হয় সোনা।' রাজ্য বিজেপি সভাপতির এহেন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তবে কি NRC-র মাধ্যমে চিহ্নিত করা হবে বিদেশি গরুদেরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার ছিল গোপ অষ্টমী। এদিন দেশজুড়ে গোসেবা করেন সনাতনীরা। এদিন বর্ধমান শহরে গাভী কল্যাণ সমিতির সভায় হাজির ছিলেন দিলীপবাবু। সেখানে গোপালনের তাৎপর্য ও গোজাত পণ্যের উপকারিতা তুলে ধরেন তিনি। বুঝিয়ে বলেন গোবর থেকে তৈরি প্রাকৃতিক সার ব্যবহারের উপকারিতা।



কিন্তু ভাষণের শেষে খেই হারান দিলীপবাবু। বলেন, পুষতে হলে দেশি গরু পুষুন। ঘুরবে-ফিরবে, খড়-কুটো খাবে আর দুধ দেবে। অসুখ-বিসুখও হয় না। এর পরই দিলীপবাবু বলেন, 'গরুর কুঁজে স্বর্ণনালি থাকে। তাতে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়।'


আরও পড়ুন, কানে কোনও অভিযোগ এলে 'দিদিকে বলো'তে জানান রাজ্যপাল, পরামর্শ মন্ত্রী সাধনের


এদিন গোমাংস ভক্ষণকারীদের 'সমাজবিরোধী' বলেও কটাক্ষ করেন দিলীপবাবু। বলেন, ' শিক্ষিত-বুদ্ধিমান লোকেরা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খান। আমি তাদের বলব, কুকুরের মাংসও খান। যত জন্তু জানোয়ার আছে সবার মাংস খান। কিন্তু বাড়ি বসে খান। কোনও আপত্তি নেই। আমরা মায়ের দুধ ছাড়ার পর গরুর দুধ খেয়ে বড় হয়েছি। তাই গরু আমাদের কাছে মায়ের সমান। মায়ের অপমান হলে আমরা যেমন আচরণ করি গরুর ক্ষেত্রেও তেমনই করব। ভারতবর্ষের পবিত্র মাটিতে গরুকে হত্যা করা, গরুর মাংস খাওয়া মহা অপরাধ। যারা একাজ করে তাদের আমরা সমাজবিরোধী হিসাবেই দেখব।'