BJP: বীরভূম বিজেপিতে ভাঙ্গন থামছেই না, এবার তৃণমূলে যোগ দিলেন গেরুয়া শিবিরের এই নেতা
বিজেপির জেলা সম্পাদকের পদে থাকা অতনু চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন
নিজস্ব প্রতিবেদন: বীরভূম বিজেপিতে ভাঙ্গন থামার কোনও লক্ষণ নেই। বিজেপির জেলা সম্পাদকের পদে থাকা অতনু চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন। মল্লারপুরের ওই নেতার পর গত ১২ জানুয়ারি দলের হোয়াটসঅ্য়াপ গ্রুপ ছেড়েছেন দলের সহ-সভাপতি উত্তম কুমার রজক ও জেলা সম্পাদক অরিন্দম মুখোপাধ্যায়। এবার দলই ছেড়ে দিলেন বিজেপি নেতা সামাদ সেখ।
রবিবার জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrata Mandal) হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বীরভূম জেলা বিজেপির সংখ্য়ালঘু সেলের সভাপতি সামাদ সেখ(Samad Seikh)। এদিন ওই যোগদান অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন জেলার অন্যতম মন্ত্রী চন্দ্রনাথ সিনহা(Chandranath Sinha)।
তৃণমূলে যোগ দেওয়ার পর সামাদ সেখ বলেন, উন্নয়নের সামিল হতেই তৃণমূল কংগ্রেসের যোগদানের সিদ্ধান্ত। আগামী দিনে মানুষের হয়ে মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই। এর সঙ্গে তিনি আরও দাবি করেন, বীরভূম জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সবাই জয়েন করেছেন তার সঙ্গে। এ ছাড়াও বেশকিছু মন্ডল সভাপতিও তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
আরও পড়ুন- 'দলের শৃঙ্খলারক্ষা কমিটি কোথায়? কোথায় কথা বলব?' এবার বিস্ফোরক মদন
সামাদ সেখের তৃণমূলে যোগদানের পর বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, বিজেপির অবস্থা ঠুঁটো জগন্নাথের মত । শুধুমাত্র দলে কাজ করতে দিতে হবে। সেই কারণেই সকলে তৃণমূলে যোগদান করছেন । সামাদ সেখকে বীরভূম জেলার সংখ্যালঘু সেলের জেনারেল সেক্রেটারি করা হবে।