নিজস্ব প্রতিবেদন: আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগ চিকিত্‍সকের। স্ত্রীকে হুমকি দুষ্কৃতীদের। ওষুধ ব্যবসায়ী ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরির মালিক সৈতক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন চিকিত্‍সক কুমার অতনু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : কর্মচারিদের কুপ্রস্তাব, বেসরকারি ল্যাবরেটরির মালিককে জুতোপেটা মহিলাদের


জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় একটি ওষুধ দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন চিকিত্‍সকের স্ত্রী। অভিযোগ, সেইসময়ই বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী  চিকিত্‍সকের স্ত্রী রাজিতা দত্ত রায়কে FIR তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। FIR না তুললে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। চিকিত্‍সককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ওষুধ দোকানের ম্যানেজার সুব্রত মুখার্জিকে গ্রেফতার করেছে পুলিস। ১৮ নভেম্বরে নিজের চেম্বারেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন চিকিত্‍সক কুমার অতনু।


আরও পড়ুন : পণের দাবিতে মহিলা পুলিশ কর্মীকে হত্যার অভিযোগ, গ্রেফতার স্বামী