নিজস্ব প্রতিবেদন: ডাক্তারি করে কেউ বিদেশে পাড়ি দেন। কেউ জাঁকিয়ে পসার করেন নার্সিংহোমে। তার মাঝে অনেকে আবার স্বচ্ছন্দ শহরের সরকারি হাসপাতালে। চিকিত্সকদের এমন বদনাম অহরহ। কিন্তু গাঁয়ের মানুষের দরদ বোঝেন অরুণোদয় মণ্ডল। পথ্য নিয়ে ডাক্তারবাবু ছুটে যান প্রান্তিক মানুষদের কাছে। তাঁকেই পদ্মশ্রী সম্মান দিল মোদী সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতি সপ্তাহের শেষে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় রোগী দেখতে যান কলকাতার বাঙ্গুর অ্যাভিনিউ হাসপাতালের চিকিত্সক অরুণোদয় মণ্ডল। শনিবার রাত কাটিয়ে রবিবার সকালেও রোগী দেখে পথ্য দেন ডাক্তারবাবু। ওই এলাকার মানুষের কাছে তিনি ডাক্তার নন, বরং সাক্ষাত্ ভগবান।  
          
ঝড়, জল, রোদ, দূরত্ব কোনও কিছুই বাধা নয় তাঁর কাছে। প্রতি শনিবার বিরাটি থেকে  হাসনাবাদ লোকাল ট্রেনে উঠে পড়েন। তারপর ভ্যান, নৌকা, বাস ফের নৌকা নিয়ে পৌঁছ যান সাহেবখালির সুজন চিকিত্সা কেন্দ্রে। রোগীরা সকলেই গরিব। ওষুধ কেনার সামর্থ্যও নেই।     


২০১৫ সালে জি ২৪ ঘন্টা তাঁকে অনন্য সম্মানে সম্মানিত করেছিল।  মানব সেবায় তাঁর অনন্য অবদানের জন্য জি চব্বিশ ঘন্টার অনন্য সম্মান। সেই সূজন ডাক্তার অরুণোদয় মণ্ডলকে এবার পদ্মশ্রী পুরস্কার দিল কেন্দ্রীয় সরকার।


আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবস নয়, বারাসতের সূবর্ণপত্তনবাসীর কাছে দিনটা 'মহালয়া