ভবানন্দ সিংহ: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রাইভেট চেম্বার? আউটডোর বন্ধ রেখে রোগী দেখছেন চিকিৎসক, তাও আবার টাকায় বিনিময়ে! জি ২৪  ঘণ্টার খবরে শোরগোল উত্তর দিনাজপুরে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর দিনাজপুরের করণদিঘির রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে যাঁরা চিকিৎসার জন্য যান, তাঁদের নাকি টাকা দিতে হয়! কেন? জি ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।


হাতে বুম নেই, লুকানো ছিল ক্যামেরা। রোগী সেজে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গিয়ে যা দেখা গেল, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। রাজ্যে আর অন্যন্য স্বাস্থ্যকেন্দ্রে যখন আউটডোরে রোগী দেখেন চিকিৎসকরা, তখন রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আউটডোর বন্ধ! রোগীর পরিজনদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের দুই চিকিৎসকই রোগী দেখেন সরকারি কোর্য়াটারে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিস ছিল ১০০ টাকা, এখন বেড়ে ২০০ টাকা! বস্তুত, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে টাকা দিয়ে নাম লেখাতে হল আমাদের প্রতিনিধিকেও। 


আরও পড়ুন: Primary School: মত্ত অবস্থায় স্কুলে প্রধানশিক্ষক? গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের


সরকারি স্বাস্থ্য়কেন্দ্রে চিকিৎসার জন্য কেন টাকা নিচ্ছেন? অভিযুক্ত চিকিৎসকের সাফাই, 'কিছু কিছু রোগী দূরে যেতে পারেনি। জোর করে তাদের আনা হয়। বলে, প্রাইভেটে একটু দেখে দিন'! শেষপর্যন্ত অবশ্য নিজের ভুল স্বীকার করে নেন তিনি। 


এদিকে জি ২৪ ঘণ্টায় এই খবর সম্প্রচারিত হওয়ার পর নড়চড়ে বসে প্রশাসন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণকুমার শর্মার আশ্বাস, 'এটা সম্পূর্ণ বেআইনি। খতিয়ে দেখব। যদি সত্যি হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে'।  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)