নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে দলের নেতাদের তোলাবাজির কথা কার্যত স্বীকার করে নিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বীরভূমের মুরারইয়ের জনসভায় তিনি বলেন, ''নাম ভাঙিয়ে তোলা বাজি করছে দলেরই লোক।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একইসঙ্গে দোষীদের গ্রেফতারের নির্দেশও পুলিসকে দিয়েছেন অনুব্রত। তাঁর কথায়, ''তোলাবাজি করলে আগে গ্রেফতার করুন। আমি বুঝে নেব। বিধায়কের লোক হলেও তাকে জেলে ঢোকাবো। ব্লক সভাপতির লোক হলে তাকে আগে ঢোকাবো।'' 


আরও পড়ুন- ৩ লক্ষ টাকা সাহায্য, ১ জনকে চাকরি; আফরাজুলের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী


 জনসভায় অনুব্রত এও বলেন, ''মুরারইয়ের জাজিগ্রামে কেউ কেউ তোলাবাজি করছে। আমি প্রশাসনকে বলবো তাদের গ্রেফতার করুন। তোলাবাজিকে প্রশ্রয় দেয় না দল।'' বিরোধীদের প্রশ্ন, শাসক দলের জেলা সভাপতি হয়ে কীভাবে প্রশাসনকে নির্দেশ দিতে পারেন অনুব্পত মণ্ডল?