নিজস্ব প্রতিবেদন: বসন্ত উত্সবে মাতোয়ারা বাংলা। রাজ্যজুড়ে রঙের উত্সব। হোলির আসরে খোশমেজাজে রাজনীতিকরা। রঙের উত্সব টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুলওয়ামার শহিদ স্মরণে রঙের উত্সবে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


 




কোথাও বাদ্যি, কোথাও রঙবাহার- গলি থেকে রাজপথ বসন্ত উত্সবে মাতোয়ারা সকলে। নাচে-গানে-কবিতায় আনন্দ বাহার।  তারাপীঠে আবির খেলায় মেতেছেন শতাব্দী রায়। 


আরও পড়ুন:   লাগলে যে দোল...রঙের উত্সবে বসন্তবাহারে মাতোয়ারা রাজ্য

 অন্যদিকে, শ্রীরামপুরে রঙ খেলেই ভোটের প্রচার সারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে একেবারেই অন্য মেজাজে দেখা গেল সুজিত বসু। রঙ আর সঙ্গে রেইন ড্যান্স- উত্সবে মাতোয়ারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। খেলার মাঝেই জি ২৪ ঘণ্টার প্রতিনিধিকে শোনালেন হিন্দি গানের দু'কলিও। শোনালেন বাংলা গান, ''খেলব হোলি, রঙ দেব না তাই কখনও হয়...''
এদিন সকাল থেকেই উত্সবের আনন্দ গায়ে মেখে ভোটপ্রচারে প্রার্থীরা। রঙের উত্সবে মাতোয়ারা উত্তর কলকাতার সিপিএম প্রার্থী। রাস্তায় নেমে আবির খেলেই ভোটপ্রচার সারলেন বালুরঘাটের প্রার্থী অর্পিতা ঘোষ। দোলের ছন্দে অভিনব ভোট প্রচার করলেন হুগলির চূঁচুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগ। বসন্ত এসে গেছে... ছন্দে নাচলেন তিনি। 
অন্যদিকে, মটকা ফাটিয়ে আবির মাখিয়ে রঙের উত্সবে মাতোয়ারা হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা। ভোটের আবহে রঙে-আবিরে জমজমাট বসন্ত উত্সব।