নিজস্ব প্রতিবেদন : ফাগুন হাওয়ায় হাওয়ায় লেগেছে যে রঙ। আজ দোল উত্‍সব। সকলের সঙ্গে রঙ মেলানোর দিন। রঙের নেশায় রঙিন হওয়ার উত্‍সব। নিজের রঙে প্রিয়জনকে রাঙিয়ে নেওয়ার উত্‍সব। সকাল থেকেই উত্‍সবের মেজাজে গোটা রাজ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফাগুন হাওয়ায় আজ রং মিলন্তি। করোনা আতঙ্ককে দূরে সরিয়ে দোল উত্সবে মুখর বাংলা। টালা থেকে টালিগঞ্জ।  মায়াপুর থেকে মেদিনীপুর। রঙের নেশা, আবির ছোঁয়ায় মাতোয়ারা গোটা রাজ্য।  ঋতুরাজ বসন্তে  শিমূল- পলাশের ছড়াছড়ি। রংবাহারি গ্রামবাংলায় আজ রঙের খেলা। প্রকৃতির গায়েও লেগেছে রঙের ছোঁয়া। শিমূল-অশোক- পলাশের রঙে যেন আগুন লেগেছে বনে বনে। জেলায় জেলায়  ফাগুন হাওয়া।  ফুলেল আবিরে মাতোয়ারা মায়াপুর, নবদ্বীপ। করোনা ধাক্কায় এবার  শান্তিনিকেতনে বাতিল বসন্তোত্সব।  


মহানগরের মহাজাঁকজমক। দোলে মাতোয়ারা কলকাতা। রাজপথ থেকে অলিগলি। গুরুজনদের আবির প্রণাম, কচিকাচাদের রং পিচকিরি। সঙ্গে ঠান্ডাই, মিষ্টি মুখ।  সকাল থেকেই পুরোদমে বসন্ত বন্দনায় বাঙালি।


আরও পড়ুন - বিদেশিদের জন্য দরজা বন্ধ করল সিকিম-ভুটান, শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে চলছে খুঁটিয়ে স্ক্রিনিং