বিমল বসু- সন্দেশখালির কোরাকাটি গ্রামের খালের জলে জেলেদের জালে উঠল প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা ১০০ কেজির বেশি ওজনের একটি ডলফিন। সেটিকে দেখতে সন্দেশখালি কোড়াকাটি গ্রামে ভিড় জমায় মানুষ। গোটা রাত ডলফিনটিকে পাহারায় রেখেছিল পুলিস। সোমবার সকালে বনদফতরের কর্মীরা ডলফিনটিকে নিয়ে গেলেন সুন্দরবনের ঝিঁঙে খালিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে কোরাকাটি গ্রাম। সেখানে রায়মঙ্গল নদী থেকে একটি খাল চলে গিয়েছে গ্রামে। খালটির নাম কোড়াকাটি খাল। সেই খালে গতকাল বিকেলে জেলেদের পেতে রাখা জালে একটি বড়সড় ডলফিন ধরা পড়ে। ডলফিন ধরা পড়ার খবর পেয়ে কাতারে কাতারে মানুষ খালের ধারে জমা হয়। খবর পেয়ে পুলিস ও গ্রামবাসীরা মিলে স্থানীয় একটি মেছোভেড়ির মধ্যে ডিলফিনটাকে রেখে দেয়। খবর দেওয়া হয় বনদফতরে। 


আরও পড়ুন-  দীর্ঘ ৮ মাস পর বাঁকুড়ায় চালু ট্রেন পরিষেবা


সারা রাত ডলফিনটিকে পাহারা দেয় সন্দেশ খালি থানার পুলিস। আজ সকালে উত্তর ২৪ পরগণার সুন্দরবনের সামশের নগরের ঝিঁঙে খালি বনদফতর থেকে এসে ওই ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসার পর ডলফিনটিকে গভীর সমুদ্রে ছেড়ে দেওয়া হবে বলে জানায় বনদফতর।