নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুরে আগুনে পুড়ে রহস্যজনক মৃত্যু মহিলা পুলিশ কর্মীর। মৃতার দাদার আভিযোগে ভিত্তিতে মৃতার স্বামী পুলিশ কর্মী সঞ্জীব দত্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 দুর্গাপুর পুলিস লাইনে কর্মরত ছিলেন মহিলা পুলিশকর্মী কনিকা দত্ত। ২০ নভেম্বর রাতে তাঁর আবাসনে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। গুরুতর অবস্থায় কনিকাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্বামী সঞ্জীব দত্ত। তিনিও পুলিসকর্মী। 


আরও পড়ুন- পুলিস ছাড়া সভা-মিছিল করে দেখান, অনুব্রতকে হুঁশিয়ারি সায়ন্তনের


১ ডিসেম্বর রাতে হাসপাতালে মৃত্যু হয় কনিকার। মৃতার দাদা বিমল মন্ডলের অভিযোগ, পণের দাবিতে কণিকাকে কেরোসিন তেল ঢেলে খুন করেছে তাঁর স্বামী সঞ্জীব। শনিবার রাতে সঞ্জীব দত্তকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিস। রবিবার ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। সঞ্জীবকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।